Lok Sabha Poll 2024: '২০১৯-এ জেতার পর ব্য়ারাকপুরে হিংসায় মদত দিয়েছেন অর্জুন', নিশানা পার্থর
২০১৯ সালে জেতার পর ব্য়ারাকপুর জুড়ে হিংসায় মদত দিয়েছেন অর্জুন সিং। ভোটের মুখে পুরনো হিংসার প্রসঙ্গ টেনে ব্য়ারাকপুরের বিজেপি প্রার্থীকে নিশানা করলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তৃণমূল প্রার্থীর আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন অর্জুন সিংও।
Tags :
Arjun Singh Partha Bhowmick Lok Sabha Poll 2024 Barrackpore Lok Sabha Constituency Partha Bhowmick Attacks Arjun Singh