Partha Bhowmick:সাংসদ হলে,বিকাশ বসুর খুনের ফাইল ফের খোলা হবে বলে আশ্বাস দেন ব্যারাকপুরের TMCপ্রার্থী

ABP Ananda LIVE: বাম আমলে তৃণমূল নেতা বিকাশ বসুর মৃত্যুর (TMC Leader Bikash Basu Death) সঠিক তদন্ত হয়নি। এমনই বিস্ফোরক দাবি করলেন ব্যারাকপুর (Barrackpore) লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক (Barrackpore TMC Candidate Partha Bhowmick)। বাম আমলে ২০০০ সালের ১ এপ্রিল ইছাপুরে দুষ্কৃতীরা গুলি করে খুন করে তৃণমূল নেতা বিকাশ বসুকে। সোমবার তাঁর প্রয়াণ দিবসে বিকাশ বসুর প্রতিকৃতিতে মাল্য দান করেন পার্থ ভৌমিক।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola