Panchayat Election : ভোট মিটলেও থামল না অশান্তি, দিকে দিকে হিংসার ছবি
ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার রামপুরে বিজেপির পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার। ভোট সন্ত্রাসের প্রতিবাদে রামপুরে ৩১ নম্বর জাতীয় সড়ক ও পরে রামপুর-চাকুলিয়া রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় সরকারি বাস। আহত হন বাসের চালক। বিজেপির অভিযোগ, গতকাল রাতে একের পর এক বুথ দখল করে তৃণমূল। পুলিশ-প্রশাসন নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ। বিজেপির দাবি, তৃণমূলের
দুষকৃতীদের ফেলে যাওয়া গাড়িতেই আগুন লাগানো হয়। অভিযোগ অস্বীকার শাসকদলের।
Tags :
Panchayat Election WB Panchayat Election 2023 West Bengal Panchayat Election West Bengal Panchayat Election Date WB Panchayat Election Date Panchayat Election 2023