PM Modi Exclusive: 'সামর্থ্যর অভাব নয়, অভাব রয়েছে নেতৃত্বে', বাংলার শিল্প নিয়ে কী ভাবেন মোদি? ABP Ananda Live

Continues below advertisement

একুশের নির্বাচনী প্রচারে (WB Assembly Election 2021) বাংলায় এসে তাঁর মুখে বারবার শোনা গিয়েছিল ডবল ইঞ্জিন সরকারের কথা। ছাব্বিশ অবধি পৌঁছবে না তৃণমূলের সরকার সম্প্রতি এমন ভবিষ্যতবাণীও করতে শোনা গিয়েছে। বাংলায় কোনওদিন ক্ষমতায় এলে কী করবেন ? চাকরির ইস্যুতে যুব সম্প্রদায়ের জন্য  কী করবেন ? লোকসভা ভোটের অন্তিম দফার আগে (Lok Sabha Election 2024), এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে -এর কাছে সাক্ষাৎকারে জানালেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। 

বাংলা এক সময় দেশকে আর্থিক-সামাজিক দিকে নেতৃত্ব দিত। সামর্থ্যর অভাব নয়, অভাব রয়েছে নেতৃত্বে। ইউরোপ করিডরের সব থেকে বেশি লাভ পাবে কলকাতা। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী (PM Modi Exclusive)।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram