PM Modi In Siliguri। বাংলায় রেলের পরিকাঠামো উন্নয়নে নজর কেন্দ্রের,বললেন প্রধানমন্ত্রী। Loksabha Poll

ABP Ananda Live। ৯ দিনে ৪ বার, ভোটের মুখে ফের বঙ্গে প্রধানমন্ত্রী (PM Modi), এবার শিলিগুড়িতে মোদি। 'গত ১০ বছর ধরে উত্তরবঙ্গের উন্নয়নে নজর দিয়েছে কেন্দ্র। বিকশিত বাংলার জন্য আরও একটি পদক্ষেপ। বাংলায় রেলের পরিকাঠামো উন্নয়নে নজর কেন্দ্রের। নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশ পর্যন্ত ট্রেন চালু হয়েছে। স্বাধীনতার পর দীর্ঘদিন উত্তর পূর্ব ভারতের উন্নয়নে নজর দেওয়া হয়নি। ২০১৪-র আগে বাংলার রেলের উন্নয়নে বরাদ্দ ছিল ৪ হাজার কোটি টাকা। এখন রেলে বাংলার জন্য বরাদ্দ বেড়ে ১৪ হাজার কোটি টাকা। এই ১০ বছরে দ্রুত গতিতে বাংলায় রেলের উন্নয়ন হয়েছে। পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য সর রকম চেষ্টা করছে কেন্দ্র,' বললেন প্রধানমন্ত্রী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola