PM Modi: শুধু TMC নয়, বাংলায় মোদির নিশানায় CPIM-কংগ্রেসও। ABP Ananda Live

Continues below advertisement

তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে মঙ্গলবার অশোকনগরের সভা থেকে সিপিএম - কংগ্রেসকেও নিশানা করলেন নরেন্দ্র মোদি (PM Modi)। নরেন্দ্র মোদির অভিযোগ, বাংলাকে লুঠ করেছে এরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস। 

সভা থেকে রোড শো (Lok Sabha Election 2024)। আশ্বাস-প্রতিশ্রুতির ঝুলি উপুড় করে মানুষের কাছে পৌঁছতে মরিয়া রথী-মহারথীরা। এই পরিস্থিতিতে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে মঙ্গলবার অশোকনগরের সভা থেকে সিপিএম- কংগ্রেসকেও নিশানা করলেন নরেন্দ্র মোদি। স্বাধীনতার পর থেকে বাংলায় দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে কংগ্রেস। বাংলার রূপকার বিধানচন্দ্র রায় থেকে আরামবাগের গান্ধী বলে পরিচিত প্রফুল্ল সেন। দেশবন্ধু চিত্তরঞ্জনের দাস দৌহিত্র সিদ্ধার্থশঙ্কর রায়। মুখ্য়মন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন। সিপিএম আমলে জ্য়োতি বসু। বুদ্ধদেব ভট্টাচার্যের সময়কালও দেখেছেন বঙ্গবাসী। নরেন্দ্র মোদির অভিযোগ, কংগ্রেস ও বামেরা বাংলাকে লুঠ করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Bengal) বলেন, 'আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এটা বাংলার দুর্দশা হয়েছে, বাংলার ক্ষতি হয়েছে।এই অবস্থা কে করল? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। এই দুরবস্থা কে আনল এখানে? প্রথমে বাংলাকে কংগ্রেস লুঠ করল, তারপর বামেরা লুঠল। আর এখন TMC দু'হাতে লুঠছে। কংগ্রেস, সিপিএম, TMC -৩ জনই পশ্চিমবঙ্গের অপরাধী।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram