PM Modi: CAA-NRC নিয়ে মোদির নিশানায় TMC! তুললেন অনুপ্রবেশকারী প্রসঙ্গ। ABP Ananda Live

 

বাংলার যুবকদের সুযোগ ছিনিয়ে নিচ্ছে অনুপ্রবেশকারী। আপনার জমি-সম্পত্তির উপর ওরা কব্জা করছে। পুরো দেশ চিন্তিত, বাংলার সীমান্তবর্তী এলাকায় ডেমোগ্রাফি বদল করে দেওয়া হচ্ছে। সিএএ (CAA) নিয়ে এত মিথ্যে কেন বলছে? বাংলায় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচাতে হবে বলে।

তাঁর আরও তোপ, 'মতুয়াদের এখানে থাকতে দিতে চায় না তৃণমূল। তোষণের রাজনীতির জন্যই অনুপ্রবেশকারীদের রাখতে চায়। ৪ তারিখের পর তৃণমূলের সব কৌশল ব্যর্থ হয়ে যাবে। প্রত্যেক শরণার্থীকে নাগরিকত্ব দেবে বিজেপি সরকার। মতুয়া সমাজ ও নমশূদ্র সমাজের ওদের অধিকার মিলবে, এটা মোদির (PM Modi) গ্যারান্টি।' কাকদ্বীপের সভা থেকে সিএএ-এনআরসি (CAA NRCPM) নিয়ে তৃণমূলকে তোপ মোদির।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola