PM Modi Oath Ceremony: শপথ নিলেন কিরেণ রিজিজু, মোদি মন্ত্রিসভায় রাজনাথ সিংহ, অমিত শাহ

ABP Ananda LIVE: শপথ নিলেন শিবরাজ সিংহ চৌহান, নির্মলা সীতারমণ, পীযূষ গোয়েল । মোদি মন্ত্রিসভায় এইচ ডি কুমারস্বামী (জেডিএস), ধর্মেন্দ্র প্রধানশপথ নিলেন জিতনরাম মাঝি (এইচএএম), রাজীব রঞ্জন সিংহ (জেডিইউ) । শপথ নিলেন সর্বানন্দ সোনওয়াল, বীরেন্দ্র কুমার, প্রহ্লাদ জোশী । মোদি মন্ত্রিসভায় কিঞ্জারাপ্পু রামমোহন নায়ডু (টিডিপি) । শপথ নিলেন জুয়েল ওঁরাও, গিরিরাজ সিংহ, অশ্বিনী বৈষ্ণব । শপথ নিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিংহ শেখাওয়াত । মোদি মন্ত্রিসভায় অন্নপূর্ণা দেবী, হরদীপ সিংহ পুরী, মনসুখ মাণ্ডব্য। শপথ নিলেন চিরাগ পাসোয়ান (এলজেপি), সি আর পাতিল, রাও ইন্দ্রজিৎ সিংহ। মোদি মন্ত্রিসভায় জিতেন্দ্র সিংহ, অর্জুনরাম মেঘওয়াল মোদিকে ছাড়া তাঁর মন্ত্রিসভায় এমন ছয় জন এলেন, যাঁরা আগে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। শিবরাজ সিংহ চৌহান, রাজনাথ সিংহ, মনোহর লাল খট্টর, সর্বানন্দ সোনোয়াল, এইচডি কুমারস্বামী. জিতনরাম মাঝি

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola