PM Modi Rally: দিদি হার মেনে নিয়েছেন, উলুবেড়িয়ার সভায় নরেন্দ্র মোদি

‘দিদি কখনও আমায় বহিরাগত বলেন, ট্যুরিস্ট বলেন। দিদি কার প্রভাবে এসব বলছেন আপনি? অনুপ্রবেশকারীরা আপনার নিজের, কিন্তু ভারতের সন্তান আপনার কাছে ট্যুরিস্ট! বহিরাগত বলে দেশবাসীর মধ্যে ভাগাভাগি বন্ধ করুন। দেশের সংবিধানের অপমান বন্ধ করুন। দিদিকে বাংলার মানুষ চিনে গেছে। বাংলার মানুষের ক্রোধ থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। দেওয়াল লিখন পড়ে নিন দিদি। বাংলার মানুষ এই ভোটে আপনাকে শাস্তি দেবেই। প্রথম দফার ভোটের পর দিদিও সেটা ভালভাবে বুঝে গেছেন। কিছুক্ষণ আগে নন্দীগ্রামে যা হয়েছে আমরা দেখেছি। এর অর্থ হল দিদি হার মেনে নিয়েছেন। বাংলায় বিজেপির সরকার গঠন হতে চলেছে। শেষদফার ভোট এখনও বাকি। দিদি আপনি কি সেখানে কোনও আসনেও লড়তে চলেছেন?’ হাওড়ার উলুবেড়িয়ার সভা থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ নরেন্দ্র মোদির। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola