PM Narendra Modi:'২ দিনে বাংলার উন্নয়নে ২২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছি', দাবি প্রধানমন্ত্রীর।ABP Ananda LIVE
'গত ২ দিনে বাংলার উন্নয়নে ২২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছি। এইসব প্রকল্প পশ্চিমবঙ্গের পরিকাঠামোকে মজবুত করবে। কিন্তু যে ভাবে তৃণমূলের সরকার চলছে, তাতে বাংলা হতাশ', কৃষ্ণনগরের জনসভায় বললেন প্রধানমন্ত্রী।
Tags :
Modi Meeting PM Narendra Modi Development Projects For West Bengal West Bengal Development Projects