Modi On Jute Mill:'পাটচাষিদের বিশেষ সুবিধা দিচ্ছে বিজেপি সরকার', তৃণমূলকে একহাত নিয়ে দাবি মোদির।ABP Ananda LIVE
'এই তালুক পাটচাষিদের জন্য বিখ্যাত ছিল... তৃণমূল পাটশিল্পকেও সরকার রাজ্যে শেষ করে দিয়েছে', তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর। বললেন, 'কেন্দ্রের বিজেপি সরকার পাটের ব্যাগ বাধ্যতামূলক করছে। পাটচাষিদের বিশেষ সুবিধা দিচ্ছে বিজেপি সরকার।'
Tags :
Modi Meeting Jute Cultivation Of West Bengal TMC Destroyed Jute Industry Jute Policy Of BJP Government