Panchayat Poll 2023:'পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে না, তারা নির্বিকার' সরব নিশীথ প্রামাণিক
দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওর খুন, নিহতের বাড়িতে নিশীথ প্রামাণিক। 'দলদাসে পরিণত হয়েছে পুলিশ। পরপর আমার গাড়িতে হামলা হয়েছে। যেখানে কেন্দ্রীয় মন্ত্রীকে খুনের চক্রান্ত, সেখানে সাধারণ মানুষেরও নিরাপত্তা নেই। রাজনৈতিক কারণে খুন, তাও বলা হচ্ছে পরকীয়ার কারণে খুন। আগে থেকে পুলিশ গল্প তৈরি করে রেখেছে। অরাজকতা চলছে, গরিমা হারাচ্ছে বাংলা। দিনহাটার বিজেপির ২ জনকে খুন করল তৃণমূলের গুন্ডারা। পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে না, তারা নির্বিকার।' নিহতের বাড়ি গিয়ে সরব নিশীথ প্রামাণিক।
Tags :
Bangla News Bangla News Live Dinhata Nisith Pramanik BJP ABP Ananda Coochbehar Panchayat Election 2023 ABP Ananda Bengali News Panchayat Poll 2023