Post Poll Violence: সন্দেশখালিতে বিজেপির কেন্দ্রীয় দল, রেখা পাত্রকে নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা।

Sandwshkhali Chaos: সন্দেশখালিতে বিজেপির কেন্দ্রীয় দল। রেখা পাত্রকে নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা। কোচবিহারের পর দক্ষিণ ২৪ পরগনা। ভোট-পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে আজ আমতলায় যায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল। ডায়মন্ড হারবার জেলা পার্টি অফিসের তিনতলায় রয়েছেন ঘরছাড়া বিজেপি কর্মীরা। তাঁদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় প্রতিনিধিদলের চার সদস্য। বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গে রয়েছেন অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্র, তরুণজ্যোতি তিওয়ারি। ঘরছাড়া বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে পড়ল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল। আজ ডায়মন্ড হারবার লোকসভার ঘরছাড়া কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন চার সদস্য। পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়, আমতলার ঘোষপাড়ায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা ঘরছাড়া কর্মীদের ক্ষোভের মুখে পড়েন। কেন দেখা না করে চলে যাচ্ছেন, সেই প্রশ্ন তোলেন পরাজিত বিজেপি প্রার্থীর বাড়িতে আশ্রয় নেওয়া কর্মীরা। অগ্নিমিত্রা পালের কাছেও অভিযোগ জানান তাঁরা। মিনিট দশেক ধরে আটকে ছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা। অভিযোগ শোনার আশ্বাস দেওয়ায় অবশেষে তাঁরা ছাড়া পান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola