Post Poll Violence: দিনহাটায় আক্রান্ত উদয়ন গুহ, পাঁচখুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনের গাড়ি ভাঙচুর
রাজ্যে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। দিনহাটায় আক্রান্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হাত ভেঙে যায় উদয়ন গুহর। তাঁর বুকে ও পিঠেও চোট লেগেছে। মারধরের জেরে উদয়ন গুহর দুই নিরাপত্তা রক্ষীরও মাথা ফেটে যায়। আজ সকালে দিনহাটা বয়েজ ক্লাবের সামনে হামলা চালানো হয়। দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি তৃণমূলের প্রাক্তন বিধায়ক। তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে পাল্টা দাবি করেছে বিজেপি।
মেদিনীপুর শহর লাগোয়া পাঁচখুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনের গাড়ি ভাঙচুর।কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি। বিজেপি নেতা রাহুল সিন্হার গাড়িতেও হামলা।অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট-পরবর্তী হিংসার খবর পেয়ে আজ ওই এলাকায় যান কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন ও রাহুল সিন্হা। ফেরার পথে, তাঁদের কনভয়ে হামলা চালানো হয়। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।