Modi In Siliguri। কেন্দ্রের টাকা তোলাবাজদের পকেটে পাঠায় তৃণমূল, শিলিগুড়ি থেকে আক্রমণ প্রধানমন্ত্রীর

Continues below advertisement

ABP Ananda Live: 'পাহাড়ের মানুষকে গুরুত্ব দেয়নি তৃণমূল, জমি দখল করতে ব্যস্ত ছিল। উজ্জ্বলা প্রকল্প থেকে বাংলার ১৪ লক্ষ মহিলাকে বঞ্চিত করেছে তৃণমূল সরকার। মোদি বিনামূল্যে রেশন দিচ্ছে, কাউকে যেন খালি পেটে শুতে না হয়। তৃণমূল, কংগ্রেস, বামেদের জোট ফ্রি রেশনের বিরোধিতা করছে। রেশন দুর্নীতিতে জেলবন্দি তৃণমূলের (TMC) নেতা-মন্ত্রী। তৃণমূল সরকার বাংলায় আয়ুষ্মান প্রকল্প আটকে দিয়েছে। কেন্দ্রের টাকা তোলাবাজদের পকেটে পাঠায় তৃণমূল। মানুষের সমস্যা নিয়ে তৃণমূলের কোনও মাথা ব্যথা নেই। সন্দেশখালির (Sandeshkhali) মহিলাদের ওপর অত্যাচার চালিয়েছেন তৃণমূল নেতারা। বিভেদের রাজনীতি করে ইন্ডিয়া জোটের শরিকরা। দেশবাসীর সব স্বপ্নপূরণ করেছে মোদি সরকার। অযোধ্যায় রামমন্দির হয়েছে, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হয়েছে। গোর্খাদের সমস্যা নিয়েও সংবেদনশীল বিজেপি। গোর্খাদের সমস্যা সমাধানের অনেক কাছাকাছি পৌঁছে গেছি আমরা। তৃণমূল, কংগ্রেস, বামেরা পরিবারতন্ত্রকে প্রশ্রয় দেয়। ভাইপোর চিন্তা করে তৃণমূল, শাহি-পরিবারের কথা ভাবে কংগ্রেস। কংগ্রেস আর তৃণমূলের কথা ভাবে বামেরা', শিলিগুড়ি থেকে আক্রমণ মোদির (PM Narendra Modi)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram