Punjab AAP Win: 'এবার 'উড়তা পাঞ্জাব' নয়, 'উঠতা পাঞ্জাব' পরিচিতি পাবে', বললেন আপ নেতা।Bangla News

Continues below advertisement

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে, চার রাজ্যেই জিতেছে বিজেপি। তবে বড় চমক দিয়ে, পাঞ্জাবে জিতেছে আম আদমি পার্টি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, দুই রাজ্যে সরকার গঠনের পর, জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধিতার প্রধান মুখ কি হয়ে উঠবেন অরবিন্দ কেজরিওয়াল? পাঞ্জাবে আপ-এর (AAP) জয়জয়কার। পাঞ্জাবে আপের দায়িত্বে থাকা রাঘব চাড্ডা বলেন, "আমি এটিকে শুধু রাজনৈতিক জয় বলব না, এটি একটি বড় দায়িত্ব। বড় বড় নেতা আজ নড়ে গিয়েছেন। এটি ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু নয়। এবার পাঞ্জাব দুনিয়ায় উড়তা পাঞ্জাব নয়, উঠতা পাঞ্জাব বলে পরিচিতি পাবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram