Raiganj News: কংগ্রেস প্রার্থীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান তৃণমূলের, উত্তপ্ত রায়গঞ্জ
গোয়ালপোখরে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির খাসতালুকে রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী আলি ইমরাম রামজকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান তৃণমূলের। বাংলাদেশ থেকে এদের এনেছেন গোলাম রব্বানি। পাল্টা কটাক্ষ রায়গঞ্জের কংগ্রেস প্রার্থীর।