By-Election: দীনেশের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা ECI-র

দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) ইস্তফা দেওয়ায় তাঁর ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচনের (By-Election) নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)।  রাজ্যসভার ওই আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২৯ জুলাই। আগামী ৯ অগাস্ট ভোটগ্রহণ।  রাজ্যে বিধানসভা ভোটের আগে দীনেশ ত্রিবেদী তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। মানস ভুইয়াঁও রাজ্যসভার সাংসদপদে ইস্তফা দিয়ে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন। ফলে এই দুটি আসনেই উপনির্বাচন হবে। দীনেশ ত্রিবেদীর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হল আজ। নির্বাচন কমিশন জানিয়েছে, কোভিড বিধি মেনেই উপনির্বাচনের কাজ হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola