Agnimitra Paul: রামনবমীর মিছিলে আরোপিত বিধিনিষেধ ঘিরে অগ্নিমিত্রার সঙ্গে পুলিশের বচসা।

BJP News: রামনবমী (Ram Nabami) উপলক্ষ্যে রাম নবমী সমারোহ সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য বাইক র‍্যালির আয়োজন করা হয় মেদিনীপুর শহরে। র‍্যালিতে অংশ নেয় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। মঙ্গলবার বিকেলে এই র‍্যালি শুরু হয় শহরের টিভি টাওয়ার মাঠ থেকে। শহরের রিং রোড ধরে প্রায় ৭কিমি বাইক র‍্যালি হয়। এদিন র‍্যালিতে প্রায় ১৫ হাজার বাইক অংশগ্রহণ করেছিল। র‍্যালিতে দেখা যায় মহিলাদেরকেও অংশগ্রহণ করতে। খড়গপুর টাউন থানায় ঘেরাও কর্মসূচি সেরে র‍্যালি শুরু হওয়ার পর মাঝখানে যোগদান করেন পতাকা হাতে অগ্রিমিত্রা পল। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola