Panchayat Polls:'বামপন্থীদের কুশাসনকেও ছাপিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', তীব্র আক্রমণ রবিশঙ্করের
কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ রবিশঙ্কর প্রসাদের। 'বামপন্থীদের সঙ্গে আপনার লড়াইকে দেশ সম্মান করত। বামপন্থীদের কুশাসনকেও ছাপিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার বিরুদ্ধে ভোট দিলেই তাঁকে গুলি করা হবে! আর আপনি মা-মাটি-মানুষের কথা বলেন', কোচবিহারে গিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের
Tags :
Panchayat Elections 2023 WB Panchayat Poll 2023 West Bengal Panchayat Elections 2023 Panchayat Election Result