Panchayat Election : কাল পঞ্চায়েতের ৬৯৬ টি বুথে পুনর্নির্বাচন । ABP Ananda Live
কাল পঞ্চায়েতের ৬৯৬ টি বুথে পুনর্নির্বাচন। মুর্শিদাবাদের ১৭৫টি বুথে কাল পুনর্নির্বাচন। সন্ত্রাস বিধ্বস্ত নবগ্রাম, সামশেরগঞ্জ, ডোমকল, লালগোলা, হরিহরপাড়া-সহ মুর্শিদাবাদের ১০টি এলাকায় পুনর্নির্বাচন। মালদার ১১০টি বুথ, নদিয়ার ৮৯টি বুথে হবে পুনর্নির্বাচন। কোচবিহারে ৫৩টি বুথ, উত্তর দিনাজপুরে ৪২টি বুথে হবে পুনর্নির্বাচন। উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথ, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথে হবে পুনর্নির্বাচন। বাসন্তীর ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলের ২টি বুথেই হবে পুননির্বাচন। নেত্রা-সহ ডায়মন্ড হারবারের ১০টি বুথে হবে পুনর্নির্বাচন। পূর্ব মেদিনীপুরে ৩১টি বুথ, হুগলিতে ২৯টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন। দক্ষিণ দিনাজপুরে ১৮, বীরভূম, জলপাইগুড়িতে ১৪টি করে বুথে পুনর্নির্বাচন হবে। ময়ূরেশ্বর, দুবরাজপুর-সহ বীরভূমের ১৪টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন। পশ্চিম মেদিনীপুরে ১০টি বুথ, বাঁকুড়ায় ৮টি বুথ, পুরুলিয়ায় ৪টি বুথে কাল পুনর্নির্বাচন। হাওড়ায় ৮টি বুথ, পশ্চিম বর্ধমানে ৬টি বুথ, পূর্ব বর্ধমানে ৩টি বুথে হবে পুনর্নির্বাচন
কাল সকাল ৭টা থেকে শুরু হবে পুনর্নির্বাচন । প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ান। গতকাল ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ।