Rudranil Ghosh: 'BJP-তে দিলীপ ঘোষের ভূমিকাকে কেউ অস্বীকার করতে পারবে না', দাবি রুদ্রনীলের।

Dilip Ghosh: ফের বিজেপিতে (BJP) টিকিট-ক্ষোভ। এবার অভিমানী রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। দোলের দিন ছাড়লেন বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ। যদিও আশা হারাচ্ছেন না তিনি। অভিনেতার দাবি, শুভেচ্ছা-বার্তায় বিরক্ত হয়েই গ্রুপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখনও চারটি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তাই আশা ছাড়ছেন না রুদ্রনীল। প্রায় ৭৭টি গ্রুপে আমাকে রাখা হয়েছিল, বিজেপিতেই আছি, অফিসিয়াল ১২টি গ্রুপেও আছি, এখনও ছাড়ার ব্যাপারে কোনও আলোচনা হয়নি, দাবি অভিনেতা রুদ্রনীল ঘোষের। স্পষ্ট জানিয়েছেন, টিকিট পাবেন আশা করেছিলেন, দল চাইলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও প্রার্থী হতে রাজি আছেন। 'BJP-তে দিলীপ ঘোষের (Dilip Ghosh) ভূমিকাকে কেউ অস্বীকার করতে পারবে না', দাবি রুদ্রনীলের। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola