Lok Sabha Vote: দমদম কেন্দ্রে এবং বরানগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর বিরোধিতা করে ডানলপে পোস্টার
ABP Ananda LIVE: ফের বিজেপির (BJP) প্রার্থী নিয়ে অসন্তোষ। লোকসভা ভোটে (lok sabha election) দমদম কেন্দ্রে এবং বরানগর (baranagar)বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর বিরোধিতা করে ডানলপ এলাকায় পোস্টার পড়ল। পোস্টারকাণ্ডের নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র দেখছেন বিজেপির দুই প্রার্থী সজল ঘোষ ও শীলভদ্র দত্ত। এর জন্য পাল্টা গেরুয়া শিবিরের কোন্দলকেই দায়ী করেছে শাসক শিবির।