Sandeshkhali Chaos: 'আমি মাম্পি দাসের বাড়ির চৌহদ্দিতে যায়নি' দাবি তৃণমূল নেতা দিলীপের।
Sandeshkhali Incident: 'আমি মাম্পি দাসের বাড়ির চৌহদ্দিতে যায়নি' দাবি তৃণমূল নেতা দিলীপের। পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট (Basirhat Lok Sabha Constituency)। এদিকে ভোটের মুখেই গ্রেফতার হয়েছিলেন সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাস । হাইকোর্টের নির্দেশে জেল থেকে ছাড়া পেয়েই এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু গ্রেফতারির আগে ঠিক কী কী ঘটেছিল ? বসিরহাটের নির্বাচনের আগে এবিপি আনন্দ-এর বিশেষ সাক্ষাৎকারে মুখ খুললেন বিজেপি নেত্রী মাম্পি দাস (Sandeshkhali BJP Leader Mampi Das)। মিথ্যে অভিযোগ। পুলিশমন্ত্রী কে ? মমতা বন্দ্যোপাধ্যায়। তো মিথ্যে অভিযোগে আমাকে ফাঁসানো হল। শুরুর থেকেই আমি গলার কাঁটা ছিলাম। তাই আমাকে সরানোর চেষ্টা করেছে। আন্দোলনকারীদের প্রথমসারিতে আমরা ছিলাম বলে, গলা টিপে মারার চেষ্টা করেছে দিদি(মমতা বন্দ্যোপাধ্যায়)।দিদিকে আমরা কোনওদিন ছাড়বো না। ওনার ভাইপোকেও ছাড়বো না। তার প্রমাণ ভোটবাক্সে দেখিয়ে দেবে পশ্চিমবঙ্গের মানুষ।' ABP Ananda Live