Sandeshkhali Incident: শেখ শাহজাহানের বাড়িতেই মজুত ছিল বিপুল পরিমাণে অস্ত্র, দাবি CBI-র। ABP Ananda Live
ABP Ananda Live: ইডির (ED) উপর হামলার দিন বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান (Seikh Sahajhan)। মজুত থাকা অস্ত্র ইডির থেকে লুকোতেই পরিকল্পনা করে হামলা চালিয়েছিলেন। সন্দেশখালিকাণ্ডে চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। শেখ শাহজাহানের বাড়িতেই মজুত ছিল বিপুল পরিমাণে অস্ত্র। সেই কারণেই ED-কে বাড়িতে ঢুকতে দেননি তিনি। বাড়ির ভিতর থেকেই ফোন করে লোক জড়ো করেছিলেন শেখ শাহজাহান। সন্দেশখালিকাণ্ডে ৩৮ পাতার চার্জশিট পেশ করে, এমনই চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে হামলার মুখে পড়ে কেন্দ্রীয় এজেন্সি। রক্তাক্ত হন ইডি আধিকারিকরা। কার্যত তাড়া করে মারতে মারতে, এলাকা ছাড়া করা হয় কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের! তারপরই বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান। ইডির উপর হামলার ৫৫ দিন পর ২৯ ফেব্রুয়ারি মিনাখাঁ থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। বসিরহাট আদালতে জমা দেওয়া চার্জশিটে সিবিআই দাবি করেছে, ইডির উপর হামলার দিন বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। সেখান থেকেই ফোন করে হামলার উদ্দেশ্যে শাগরেদদের জড়ো করেন তিনি।