Sandeshkhali News: সন্দেশখালিতে মাথা ফাটল বিজেপি কর্মীর, শেখ শাহজাহানের গড়ে মার খেল তৃণমূল
দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি ও তাঁর ছেলে। হাসপাতালে তাঁদের দেখতে গেলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোও।
ভোটপর্ব চলাকালীন ফের উত্তপ্ত সন্দেশখালি। বাঁশ-লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মাথা ফাটল বিজেপি কর্মীর। রণক্ষেত্রের চেহারা নেয় সন্দেশখালির বয়ারমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া কাছারিপাড়ার ২৫ নম্বর বুথ এলাকা। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ, ৫০-৬০ জনের বাইক বাহিনী হামলা চালায়। ভাঙচুর করা হয় বিজেপি বুথ এজেন্টের বসার জায়গা। বাইকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাইকে প্রচার করে। পরে রক্তাক্ত অবস্থায় ভোট দিতে যান আক্রান্ত বিজেপি কর্মী।