Abhishek Banerjee:NIAর DG-SPকে অপসারণের পরিবর্তে আয়কর দফতরকে লেলিয়ে দিয়েছে কমিশন,BJP,আক্রমণ অভিষেকের
Continues below advertisement
ABP Ananda LIVE: চপার ও নিরাপত্তারক্ষীদের আয়কর তল্লাশির অভিযোগ । বিজেপি ও নির্বাচন কমিশনকে (election commission) আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek banerjee) । 'এনআইএ-র(NIA) ডিজি, এসপি-কে অপসারণের পরিবর্তে আয়কর দফতরকে লেলিয়ে দেওয়া হচ্ছে' । 'আমার চপার ও নিরাপত্তারক্ষীদের তল্লাশিতে আয়কর দফতরকে লেলিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন ও বিজেপি' । 'যদিও কিছুই পাওয়া যায়নি' । 'জমিদাররা সর্বশক্তি প্রয়োগ করে নিক' । 'কিন্তু বাংলার(west bengal) মানুষের প্রতিরোধকে নড়ানো যাবে না' । এক্স হ্যান্ডলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Continues below advertisement