Sayani Ghosh: রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভপ্রকাশ এলাকাবাসীর, কী বললেন যাদবপুরের তৃণমূল প্রার্থী?
ABP Ananda LIVE: সায়নী ঘোষ (sayani ghosh) প্রচারে বেরিয়ে বলেছিলেন, মোদির (narendra modi) গ্যারান্টি বলে কিছু নেই। পশ্চিমবাংলায় (west bengal)যদি মানুষের কোনও ভরসা থাকে, তা হল দিদির গ্যারাণ্টি।' এখানেই শেষ নয়, সেদিন তিনি আরও বলেন কাকে পাওয়া যায়নি তা নিয়ে উৎসাহ দেখিয়ে, বরং তাঁর দিকে নজর ফেরাতে। গত তিনবছর ধরে রাজনীতির করছেন। নিজেই বলেন মানুষের এই ভরসাটুকু অটুট আছে যে, 'সায়নী ঘোষকে ২৪ ঘণ্টাই পাশে পাবে যাদবপুর।' যদিও সেদিনের ওই ভরসায় আদতেই কি চিড়ে ভেজেনি ? আজ ভোট প্রচারে (Vote Campaign) এলাকাবাসীর ক্ষোভের মুখে সায়নী ঘোষ ((Jadavpur TMC Candidate Saayoni Ghosh)। এদিন রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভপ্রকাশ এলাকাবাসীর। ভোট না দিলে রাস্তা হবে? প্রশ্ন যাদবপুরের তৃণমূল প্রার্থীর । 'ভোট দিলেও রাস্তা হবে না', পাল্টা সরব এলাকাবাসী।