Sayani Ghosh: রাস্তা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর, প্রচারে ক্ষোভের মুখে সায়নী ঘোষ | ABP Ananda LIVE
West Bengal: তৃণমূল প্রার্থী(tmc) সায়নী ঘোষের (sayani ghosh) সামনেই বেহাল রাস্তা ও নিকাশি এবং পানীয় জলের অভাব নিয়ে ক্ষোভ উগরে দিলেন যাদবপুরের মহিলা ভোটারদের একাংশ। এগুলো একদিনের কাজ নয়, মানুষকে বুঝতে হবে, মন্তব্য় সায়নী ঘোষের। কেন্দ্রের দেওয়া টাকা যাচ্ছে কোথায়? পাল্টা প্রশ্ন তুলেছেন বিজেপি (BJP)প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্য়ায়।
Tags :
West Bengal Election Campaign Jadavpur Lok Sabha Election Sayani Ghosh ABP Ananda LIVE /West Bengal