Sayantika Banerjeree Oath Controversy: 'এবার জটিলতা বেশি হয়ে গেল', রাজ্যপালকে খোঁচা শোভনদেবের।

Continues below advertisement

CV Ananda Bose: আজই বিধায়ক পদে শপথ নিচ্ছেন সায়ন্তিকা (Sayantika Banerjee), রেয়াত হোসেন সরকার। দুপুর ২ নাগাদ ২ জয়ী প্রার্থীর শপথগ্রহণ। বিধানসভায় বিএ কমিটির বৈঠকে সায়ন্তিকাদের শপথের সিদ্ধান্ত। বিধানসভায় আজ বসছে বিশেষ অধিবেশন। বরানগর ও ভগবানগোলা উপনির্বাচনে জেতার পরেও শপথ ঘিরে দেখা দিয়েছিল জটিলতা। শপথগ্রহণ করতে চেয়ে লাগাতার ধর্না দিয়েছেন সায়ন্তিকা ও রেয়াত হোসেন সরকার। রাজভবনে শপথ বাক্য পাঠ করাতে অনড় ছিলেন রাজ্যপাল। অন্যদিকে বিধানসভায় শপথ নিতে চেয়ে রাজ্যপালকে(Cv ananda bose) চিঠি দিয়েছিলেন সায়ন্তিকারা(sayantika Banerjee)। রাজভবনে শপথ বাক্য পাঠ করাতে অনড় ছিলেন রাজ্যপাল। অন্যদিকে বিধানসভায় শপথ নিতে চেয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন সায়ন্তিকারা। 'এবার জটিলতা বেশি হয়ে গেল', রাজ্যপালকে খোঁচা শোভনদেবের। ABP Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram