পুরযুদ্ধ (Seg 5): চারিদিকে সবুজ ঝড়, অধীরের গড়ে ধস । Bangla News

আজ রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা। সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। কমিশন সূত্রে খবর, সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হয়। গণনাকেন্দ্রের বাইরে ছিল ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের বাইরে জারি ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা। এদিন ১০৭টি পুরসভার ভোটগণনা । ভোটের আগেই দিনহাটা পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। চারিদিকে গণনার শুরুতেই সবুজ ঝড়। ১০৭ টির মধ্যে ৮০টি পুরসভা দখল তৃণমূলের। অন্যদিকে অধীরের গড়ে ধস, বহরমপুরে তৃণমূলের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola