Panchayat Election : 'ভোট শেষ, কিন্তু লুঠ এখনও শেষ হয়নি', রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা মহম্মদ সেলিমের
ভোট শেষ, কিন্তু লুঠ এখনও শেষ হয়নি। ট্যুইট তৃণমূল ও রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা মহম্মদ সেলিমের। ট্যুইটে করে তিনি দাবি করেছেন, সিঙ্গুরে সিল করা ব্যালট বাক্স খোলার চেষ্টা হাতেনাতে ধরেছে মানুষ। তবে, কমিশনের কাছে কোনও জবাব নেই। রাজ্য নির্বাচন কমিশন শুধুমাত্র কালীঘাটের নির্দেশ পালন করছে বলেও আক্রমণ শানিয়েছেন মহম্মদ সেলিম।
Tags :
Elections Mohammad Selim Panchayat Election WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023 Panchayat Election 2023