Shootout At Basanti: বাসন্তীতে গুলি, তৃণমূলকর্মী খুন, ঘটনাস্থলেই মৃত্যু। ABP Ananda Live
বাসন্তীতে গুলি, তৃণমূলকর্মী খুন। বাসন্তীর ফুলমালঞ্চে গুলি, তৃণমূলকর্মী খুন। তৃণমূলকর্মী জিয়ারুল মোল্লার মাথা, পেটে গুলি। পঞ্চায়েত ভোটের ৬দিন আগে ফের খুন!
মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত ১৩জনের মৃত্যু। বাড়ি ফেরার সময় তৃণমূলকর্মীকে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন, দাবি স্থানীয়দের একাংশের । যুব তৃণমূল নেতা আমারুল লস্কর ঘনিষ্ঠ জিয়ারুল খুন । যে দলেরই হোক না কেন, পদক্ষেপ নিক পুলিশ: সওকত মোল্লা