Siliguri: 'এখানে দাঁড়িয়ে কি ডিসকো ডান্স করব?' বিজেপির শঙ্করকে কেন এমন কটাক্ষ ছুড়লেন তৃণমূল নেতা?
বিরোধীদের নিস্পৃহ বডি ল্যাঙ্গোয়েজই বলে দিচ্ছে, বিজেপি প্রার্থীর জয় সুনিশ্চিত। তৃণমূলকে কটাক্ষ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। বডি ল্যাঙ্গোয়েজ মানেটা কী? এখানে দাঁড়িয়ে কি ডিসকো ডান্স করব? এটা কোনও পলিসি হল? বিজেপিতে গিয়ে শঙ্করের নৈতিক পদচ্যুতি ঘটেছে, প্রতিক্রিয়া শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। রাজনৈতিক পরিমণ্ডলে ভেসে থাকার চেষ্টা, পাল্টা শঙ্কর ঘোষ।