BJP Protest: জল সঙ্কটে জেরবার শিলিগুড়ি, বিজেপির পুরসভা ভবন অভিযানে উত্তেজনা। ABP Ananda Live

Siliguri News: জল সঙ্কটে জেরবার শিলিগুড়ি (Siliguri)। পুরসভার সামনে বিজেপির (BJP News) মিছিল। পুলিশ আটকালে উত্তেজনা, ধস্তাধস্তি। আগের পুরবোডের্র পাপ, মন্তব্য গৌতম দেবের (Gautam Deb)। ওঁরই পাপ, পাল্টা দাবি অশোক ভট্টাচার্যর। জল সমস্যায় জেরবার শিলিগুড়ি। জলসঙ্কট নিয়ে পুরসভার সামনে বিজেপির মিছিল পুলিশ আটকে দিলে উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। মাটিতে বসে পড়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। মেয়রের পদত্যাগ দাবি। আগের পুরবোর্ডের পাপের ফল ভোগ করতে হচ্ছে, দায় অস্বীকার করে মন্তব্য মেয়র গৌতম দেবের। এই পাপ উনিই সৃষ্টি করেছেন, জবাব ওঁকেই দিতে হবে, গৌতম দেবকে নিশানা অশোক ভট্টাচার্যর। পানীয় জল কিনতে দোকানে দোকানে লম্বা লাইন পড়ছে। এতদিন পানীয় জল হিসেবে মহানন্দার জল সরবরাহ করত শিলিগুড়ি পুরসভা। বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠক করে সেই জল না খেতে অনুরোধ করেন। অভিযোগ, মহানন্দার জল জল দূষিত হয়ে পড়েছে এবং জল পান করে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola