ওটিটি-কে টিভির পর্দায় আনবে সিটি কেবলের 'প্লে টপ ম্যাজিক'

লকডাউনের সময় থেকেই টেলিভিশনের জনপ্রিয়তায় বড়সড় থাবা বসিয়েছে ওটিটি প্লাটফর্ম। সেকথা মাথায় রেখে এবার ওটিটি প্ল্যাটফর্মকে টিভিতে টেনে আনার উদ্যোগ সিটি কেবলের। সৌজন্যে, সিটি কেবল-এর প্লেটপ ম্যাজিক। এটি এক বিশেষ ধরণের সেট টপ বক্স। এটিতে অন্যান্য চ্যানেলের পাশাপাশি, ওটিটি প্লাটফর্মের যাবতীয় শো দেখা যাবে। এই বিশেষ ধরনের সেট টপ বক্স ভয়েজ কম্যান্ড নিতে সক্ষম। একসঙ্গে অনেকে কনফারেন্সও করতে পারবেন এর মাধ্যমে। অনলাইনে গেম খেলার পাশাপাশি, সমস্ত ভাষায় পরিষেবা মিলবে এই সেট টপ বক্সে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola