Siuli Saha: 'দলবিরোধী কাজ', রাজ্যের মন্ত্রীর শিউলি সাহার মায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

রাজ্যের মন্ত্রী শিউলি সাহার (Siuli Saha) মায়ের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ। নন্দীগ্রাম (Nandigram) পঞ্চায়েতের প্রধান বনশ্রী খাঁড়া (Banashree Khara) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। ভোটে বিরোধী দলের হয়ে কাজ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অনাস্থা এনে বিডিওকে চিঠি দিলেন পঞ্চায়েতের ১১ জন সদস্য। দলবিরোধী কাজের কথা অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। অসুস্থতার জন্য আগেই তিনি পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola