Smriti Irani's Road Show: রূপা-অগ্নিমিত্রাকে নিয়ে দক্ষিণ ২৪ পরগনায় পরিবর্তন যাত্রায় Smriti Irani

Continues below advertisement

গতকাল জেপি নাড্ডার (J P Nadda) পর আজ দক্ষিণ ২৪ পরগনায় রোড শো করছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। গড়িয়া স্টেশন এলাকা থেকে শুরু হল বিজেপির পরিবর্তন যাত্রা। স্মৃতি ইরানির সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly) ও অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এদিন গড়িয়া স্টেশন থেকে খেয়াদা হয়ে ভাঙড় পর্যন্ত গিয়ে শেষ হবে দক্ষিণ ২৪ পরগনার পরিবর্তন যাত্রা। এরপর পরিবর্তন রথ দমদমের উদ্দেশ্যে রওনা দেবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram