WB Election 2021: তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ সোনালীর

Continues below advertisement

টিকিট না পেয়ে এবার কি বিজেপিতে সোনালি গুহ (Sonali Guha)? ‘বিজেপিতে যোগ দিতে চেয়ে ফোন করেছিলেন সোনালি, এনিয়ে দল চিন্তাভাবনা করছে, দাবি মুকুল রায়ের (Mukul Roy)। ‘সন্ধে ৭টায় দেখা করব মুকুল রায়ের সঙ্গে। প্রার্থী নয়, বিজেপিতে (BJP) জায়গা পেলেই হবে’, তৃণমূলত্যাগ নিয়ে প্রতিক্রিয়া সোনালি গুহর। শুক্রবার, পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯১ আসনের তালিকায় ঠাঁই পাননি একাধিক নেতা-নেত্রী ও বিধায়কও। সেই বাদ পড়ার তালিকায় ছিলেন প্রাক্তন ডেপুটি স্পিকার তথা সাতগাছিয়ার বিধায়ক সোনালী গুহর। সাতগাছিয়ায় সোনালীর বদলে মোহনচন্দ্র নস্করকে টিকিট দেয় তৃণমূল। টিকিট না পাওয়ার পরেই কান্নায় ভেঙে পড়েন সোনালি। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram