Panchayat Elections : 'আমি হিংসার তীব্র বিরোধী', ভোটে বেলাগাম সন্ত্রাস নিয়ে সরব মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
Continues below advertisement
ভোটে বেলাগাম সন্ত্রাস নিয়ে সরব মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 'আমি হিংসার তীব্র বিরোধী। আমিও পঞ্চায়েত ভোট করেছি, কিন্তু রিগিং করতে দিইনি। আমি মানুষের রায়ে জিতব, জোর করে জিতে লাভ কী? এটা অর্নির্দিষ্টকাল চলতে পারে না, মমতার সঙ্গে এই নিয়ে কথা বলব', ভোট সন্ত্রাস নিয়ে প্রতিক্রিয়া মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।
Continues below advertisement
Tags :
Elections Sovandeb Chatterjee WB Panchayat Election 2023 Panchayat Elections 2023 WB Panchayat Poll 2023 Panchayat Election 2023 West Bengal Panchayat Elections 2023 Panchayat Election Result Panchayat Election Results 2023 Panchayat Poll Result