Sukanta Majumdar: 'অযোগ্যদের বাঁচাতে রাজ্যজুড়ে ১ লক্ষ ৩০ হাজারের বেশি শিক্ষককে হেনস্থা করা হচ্ছে' : সুকান্ত

'শিক্ষকদের ২ শ্রেণিতে ভাগ করা হচ্ছে। অযোগ্যদের বাঁচানোর জন্য রাজ্যজুড়ে ১ লক্ষ ৩০ হাজারের বেশি শিক্ষককে হেনস্থা করা হচ্ছে। ১ লক্ষ ৩০ হাজার শিক্ষকের কাছে নথি চাওয়া হয়েছে। ২৭ মে-র মধ্যে ডিআই-এর কাছে নথি জমা দিতে বলা হয়েছে। ৩০ বছর আগে চাকরি পাওয়া শিক্ষকদেরও সুপারিশপত্র জমা দিতে বলা হয়েছে। যোগ্য-অযোগ্যদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। অযোগ্যদের বিরুদ্ধে তদন্ত হোক, কিন্তু সব শিক্ষককে কেন হেনস্থা করা হচ্ছে? সিপিএমের সময় নিয়োগ দুর্নীতি হয়ে থাকলে এতদিন কী করছিল তৃণমূল সরকার? উদয়ন গুহ, তাপস চট্টোপাধ্য়ায়রা স্বীকার করছেন বাম আমলে বেআইনি চাকরি দেওয়ার কথা। এই দুই নেতা এখন তৃণমূলে, এদের জিজ্ঞাসাবাদ করা হোক। সুপ্রিম কোর্টে কী হতে চলেছে, সেটা হয়ত রাজ্য সরকার বুঝে গেছে। টাকার বিনিময়ে ৮ হাজার অযোগ্যকে বেআইনি ভাবে চাকরি দেওয়ার বিষয় ফাঁস হয়ে যাবে।' মন্তব্য সুকান্ত মজুমদারের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola