WB Election 21: 'ভুল থেকেই মানুষ শেখে', খেজুরিতে বললেন সূর্যকান্ত মিশ্র

Continues below advertisement

খেজুরিতে সংযুক্ত মোর্চার হয়ে প্রচারে বাম (Left) নেতা সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)। প্রার্থী হিমাংশু দাসের সঙ্গে মঞ্চে সূর্যকান্ত। এদিন সভামঞ্চ থেকে তিনি বলেন, ‘ভুল করেনি এমন কোনও মানুষ নেই। বাচ্চারা প্রথম হাঁটতে শিখলে আছাড় খায়, বাবা-মায়ের কাজ হাত ধরে তাকে দাঁড় করানো। ভুল করতে করতেই মানুষ শেখে। আমাদের লড়াইটাও সেই রকম। আমরা জীবনের অভিজ্ঞতা থেকে শিখেছি। আমাদের জন্য দরজা বন্ধ করবেন না। আমরা যেন এই লড়াইতে মানুষকে সামিল করতে পারি, এটাই আমাদের বড় কাজ। রাস্তায় অনেকেই সঙ্গ ছেড়ে দেয়। কিন্তু যারা শেষ পর্যন্ত যাওয়ার জন্য আসে তাঁদের নিয়েই আমাদের বামপ্রফ্রন্ট এখন আছে। মমতা বাংলার মেয়ে না, বাংলার পিসি। নন্দীগ্রামে আমাদের প্রার্থী হল বাংলার মেয়ে। বাংলার জন্য পরবর্তী প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram