Suvendu Adhikari: কুলপির তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী
ABP Ananda LIVE: ডায়মন্ড হারবার (diamond harbour)লোকসভার (lok sabha)অন্তর্গত কুলপির(kulpi) তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী(suvendu adhikari)। ভিডিও পোস্ট করে শুভেন্দুু অধিকারীর দাবি, বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের জন্য টাকা নিয়েছেন সুপ্রিয় হালদার। পাল্টা অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।