Suvendu Adhikari : 'ভাইপোর এজেন্টরা চাকরি চুরি করেছে', প্রচারে গিয়ে অভিষেককে চাঁচাছোলা আক্রমণে শুভেন্দু
'জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার মানুষ নরেন্দ্র মোদি আর বিজেপি (BJP) ছাড়া কাউকে চেনে না। উত্তরবঙ্গের সঙ্গে বহু মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। কালিয়াগঞ্জে বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূলের (tmc) পুলিশ। বিজেপি তাদের পাশে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়া কোনও রাজ্যে নির্বাচনের পরে সন্ত্রাস হয়নি। পিছিয়ে থাকা মানুষদের খুন করেছে তৃণমূলকর্মীরা। পশ্চিমবঙ্গে রাম নাম বললে তাদের আক্রমণ করা হচ্ছে'। ' মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ভাগাভাগির রাজনীতি করেন। ডুপ্লিকেট ব্যালট ছাপা হচ্ছে, স্ট্রং রুমে যাওয়ার সময় পাহারা দিতে হবে। স্ট্রং রুমের সামনে রাতে পাহারা দিতে হবে :শুভেন্দু
Tags :
Elections Election Commission Panchayat Election WB Panchayat Election 2023 Suvendu Adhikari Panchayat Poll 2023 Election Commission WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023 Panchayat Election 2023