West Bengla Assembly Election 2021: নবান্নে Mamata Banerje-র সঙ্গে Tejashwi Yadav-এর বৈঠককে কটাক্ষ Suvendu Adhiakari-র

Continues below advertisement

নদিয়ায় আজ সভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে তিনি বলেন, "তৃণমূলের (TMC) ফেস্টু তৈরি হচ্ছে আহমেদাবাদে। কারণ এখানে কারখানা নেই। মাননীয়া (মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee) এখানে কারখানা করেননি। দিদিমণির তোলাবাজ ভাইপো পরশু ঘাটালে গিয়েছিল রোড শো করতে। তাতে লেখা ছিল দিদির দূত। আর আমি বলেছি, ওপরে দাঁড়িয়েছে তোলাবাজ ভূত। সেই গাড়ির রেজিস্ট্রেশন উত্তর প্রদেশে, যোগী আদিত্যনাথের রাজ্য়ে। আদর্শ নির্বাচনবিধি রাজ্যে চালু হয়ে গিয়েছে। তা সত্ত্বও তিনি নবান্নতে তেজস্বীব যাদবের সঙ্গে বৈঠক করলেন। মাননীয়া প্রমাণ করে দিয়েছেন যে নিজের রাজনৈতিক সুবিধার জন্য তিনি সবকিছু করতে পারেন। এবারে বিদায় আপনাদের দিতে হবে। মাননীয়া বুদ্ধি কিনছেন ৫০০ কোটি দিয়ে। গুজরাতে তৈরি স্কুটার চালাচ্ছিলেন মমতা।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram