Suvendu Adhikari : 'দুর্নীতিতে জর্জরিত তৃণমূল কংগ্রেস', আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণে শুভেন্দু
'দুর্নীতিতে জর্জরিত তৃণমূল কংগ্রেস। পরিবারতন্ত্র ও তোষণের রাজনীতি করে তৃণমূল। দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়বে বিজেপি। সর্বত্র চুরি করেছে তৃণমূল। তৃণমূল সরকার দুর্নীতির সরকার।সাধারণ মানুষের টাকা লুঠ করেছে তৃণমূল। চোরেদের উপড়ে ফেলতে হবে', নো ভোট টু মমতা, ফের স্লোগান শুভেন্দুর। তৃণমূলের একমাত্র অ্যাজেন্ডা তোষণের রাজনীতি। দলদাসে পরিণত হয়েছে পুলিশ। কালিয়াগঞ্জে রাজবংশী যুবককে গুলি করে খুন করেছে পুলিশ। বাংলাজুড়ে অত্যাচার চালাচ্ছে তৃণমূল-পুলিশ। বিজেপির পঞ্চায়েত নয়, এবার মানুষের পঞ্চায়েত হবে। আরও চুরির সুযোগ দিতে হলে তৃণমূলকে ভোট দিন। উন্নয়ন চাইলে বিজেপিকে ভোট দিন।
Tags :
Elections Panchayat Election BJP Panchayat Election 2023 WB Panchayat Election 2023 Suvendu Adhikari Panchayat Poll 2023 WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023