Suvendu Adhikari: 'আবাস থেকে শৌচালয়ের টাকা চুরি করেছে তৃণমূল', আক্রমণে শুভেন্দু | ABP Ananda Live

Panchayat Election :'আমরা টাকা আটকাইনি, চুরি আটকেছি'। কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা নিয়ে আক্রমণ শুভেন্দুর। 'মানুষকে প্রকল্পের টাকা না দিয়ে টাকা চুরি করেছে তৃণমূল কংগ্রেস'। 'চায়ের দোকান, সাইকেলের দোকান ছিল সেই সুশান্ত এখন ২০০ কোটি টাকার মালিক'। 'আবাস থেকে শৌচালয়ের টাকা চুরি করেছে তৃণমূল কংগ্রেস'। 'তৃণমূল আমলে সর্বস্তরে দুর্নীতি'। 'আর বেশি দিন বাকি নেই তৃণমূল কংগ্রেসের সরকারের'। 'রামনগরে হাফ-প্যান্ট মন্ত্রী আছে'। 'আমরা টাকা আটকাইনি, চুরি আটকেছি'। কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা নিয়ে আক্রমণ শুভেন্দুর। 'মানুষকে প্রকল্পের টাকা না দিয়ে টাকা চুরি করেছে তৃণমূল কংগ্রেস'। 'চায়ের দোকান, সাইকেলের দোকান ছিল সেই সুশান্ত এখন ২০০ কোটি টাকার মালিক'।'আবাস থেকে শৌচালয়ের টাকা চুরি করেছে তৃণমূল কংগ্রেস'। 'তৃণমূল আমলে সর্বস্তরে দুর্নীতি'। 'আর বেশি দিন বাকি নেই তৃণমূল কংগ্রেসের সরকারের'। 'রামনগরে হাফ-প্যান্ট মন্ত্রী আছে'।'মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দিতে পারেনি বলে কাজের জন্য বাইরে যেতে হচ্ছে মানুষকে'।'সারদা, অ্যালকেমিস্ট, আইকোরে, পিনকনে কতজনের টাকা গেছে'।'মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ৪ লক্ষ মাধ্যমিকের ছাত্রছাত্রী কমেছে, উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রী কমেছে'।'৫০০ টাকা তৃণমূলের নয় সরকারের টাকা'।'একজনের টাকা বন্ধ হলে আমি গ্যারান্টার'।'মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সুদে-আসলে টাকা আদায় করার দায়িত্ব আমার'।'বাংলায় সরকারের পরিবর্তন হবে'।'বিজেপি ক্ষমতায় এলে বাইরে থাকা লোককে বাড়িতে ফেরাব'।'বিজেপি ক্ষমতায় এলে কোনও ভাগাভাগি থাকবে না, সবাই ২০০০ টাকা করে পাবে'।'করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আর্থিক সাহায্যের টাকা দেওয়া হচ্ছে মিড মে মিলের টাকা থেকে'.।'মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দিতে পারেনি বলে কাজের জন্য বাইরে যেতে হচ্ছে মানুষকে'।'সারদা, অ্যালকেমিস্ট, আইকোরে, পিনকনে কতজনের টাকা গেছে'।'মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ৪ লক্ষ মাধ্যমিকের ছাত্রছাত্রী কমেছে, উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রী কমেছে'। '৫০০ টাকা তৃণমূলের নয় সরকারের টাকা'। 'একজনের টাকা বন্ধ হলে আমি গ্যারান্টার'।'মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সুদে-আসলে টাকা আদায় করার দায়িত্ব আমার'। 'বাংলায় সরকারের পরিবর্তন হবে'। 'বিজেপি ক্ষমতায় এলে বাইরে থাকা লোককে বাড়িতে ফেরাব'। 'বিজেপি ক্ষমতায় এলে কোনও ভাগাভাগি থাকবে না, সবাই ২০০০ টাকা করে পাবে'। 'করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আর্থিক সাহায্যের টাকা দেওয়া হচ্ছে মিড মে মিলের টাকা থেকে'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola