Suvendu Adhikari : রাজ্য নির্বাচন কমিশনের দফতরে 'তালা' ঝোলালেন শুভেন্দু । ABP Ananda Live
আদালতের নির্দেশ সত্ত্বেও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট হল না। বেলাগাম সন্ত্রাসে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এবার কমিশনে প্রতীকী তালা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর অভিযোগ, কোর্টের ভোট-নির্দেশ মানেনি কমিশন। এই মর্মে মঙ্গলবার তিনি হাইকোর্টে যাবেন বলে জানান।
Tags :
Elections Panchayat Election WB Panchayat Election 2023 SUVENDU ADHIKARI Panchayat Poll 2023 WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023 Panchayat Election 2023