Tarokar Chokhe Taroka Kendra: ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট বালুরঘাটে, ভোটের আগে এখানকার ছবি কেমন?

২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। দক্ষিণ আর উত্তর দিনাজপুর জেলার কিছু অংশ জুড়ে রয়েছে এই লোকসভা কেন্দ্রটি। উত্তরবঙ্গের অন্যতম স্থলবন্দর হিলি এই কেন্দ্রেই রয়েছে। বালুরঘাট লোকসভার অনেকটা এলাকা জুড়ে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। রাজনৈতিক দিক থেকেও এই কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ। বালিঘড়ি উল্টে চলুন বেরিয়ে পড়ি বালুরঘাটের পথে। ভোটের আগে এখানকার ছবিটা ঘুরে দেখি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola