বিতর্কের পর আরও বিস্ফোরক Tathagata Roy

Continues below advertisement

বিতর্কের পর আরও বিস্ফোরক তথাগত রায় (Tathagata Roy)। "বিজেপির হয়ে যাঁরা প্রাণপাত করেছেন তাঁদের অপমান। তৃণমূল (TMC) থেকে বেনোজল এনে টাকা খরচ করা হয়েছে। এতেই কবর খোঁড়া হয়েছে বিজেপির।" তোপ তথাগত রায়ের। "৩ থেকে ৭৭টি আসন পেয়েছি বলে লাফালাফি চলছে। এমন নেতা পেয়েছি যাদের কোনও বিবেচনা নেই। বাঙালির সংস্কৃতির সম্বন্ধে কোনও ধারনাই নেই নেতাদের। পর্যুদস্ত হওয়ার দায় তো দলেরই।" ফের তোপ তথাগত রায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram